ফ্রী ফায়ার কোন দেশের গেম | Free Fire কোন দেশ তৈরি করেছে?

ফ্রী ফায়ার কোন দেশ তৈরি করেছে

ফ্রী ফায়ার কোন দেশের গেম, বর্তমান বিশ্বের জনপ্রিয় অনলাইন ভিডিও গেম ফ্রি ফায়ার কে আবিষ্কার করেছেন? এই গেমটি বর্তমানে মোট কয়টি দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ফ্রী ফায়ার গেমের পরিচিতি কেমন, এই খেলাটি কিভাবে কোথায় শুরু হয়েছিল! আপনারা যারা এ সম্পর্কে বিস্তারিত জানতে চান– তাদের আজকের আর্টিকেলে স্বাগতম জানাই।

কেননা আজ আমরা আপনাদেরকে জানাতে চলেছি– ফ্রী ফায়ার গেমস কোথায় তৈরি হয়েছে, কে আবিষ্কার করেছে এবং ফ্রি ফায়ার গেম এর জনক কে আর কোন দেশটিতে প্রথম ফ্রী ফায়ার গেম চালু হয়েছিল এ সম্পর্কে এ টু জেড।

মূলত আজকের এই আর্টিকেলে আপনি ফ্রি ফায়ার সম্পর্কে যত ধরনের প্রশ্ন করতে পারেন তার সব কিছুই আলোচনা করা হয়েছে। তাহলে আসুন জেনে নেওয়া যাক– ফ্রী ফায়ার কোন দেশের গেম এবং ফ্রী ফায়ার সম্পর্কিত নানা প্রশ্ন ও তার সঠিক সমাধান।

ফ্রী ফায়ার কোন দেশের গেম | Free Fire কোন দেশ তৈরি করেছে?

free fire কোন দেশের গেম, ফ্রি ফায়ার গেম কোন দেশের তৈরি– এ সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ পাবে এটাই স্বাভাবিক। কেননা বর্তমানে এমন অসংখ্য ফ্রী ফায়ার গেমার রয়েছে যারা এই খেলাটি খেলতে অধিক বেশি পছন্দ করে। আর সেই পছন্দের তাগীদেই হঠাৎই জানার আগ্রহ প্রকাশ পেতেই পারে– ফ্রী ফায়ার কোন দেশ তৈরি করেছে আর কোন দেশেই বা ফ্রী ফায়ার প্রথম আত্মপ্রকাশ করেছিল।

জানা যায় ফ্রী ফায়ার সর্বপ্রথম সিঙ্গাপুর শহরে চালু হয়েছিল। এটি মূলত একটি বেটেল রয়েল গেম। আর এই গেমকে ডেভলপ এবং পাবলিশ করা হয়েছিল কোম্পানির সিঙ্গাপুর শহরের দুটি কোম্পানির হেডকোয়ার্টার থেকে। তাই বলা হয়ে থাকে ফ্রী ফায়ার গেম তৈরি করেছে সিঙ্গাপুর শহর।

Buy Free Fire Diamond From Jubaly

Free Fire কোন দেশ তৈরি করেছে

 

ফ্রী ফায়ার এর আবিষ্কার করেছে কে?

বর্তমানে ওয়ার্ল্ড ওয়াইডে প্রায় ৪৫০ মিলিয়নেরও বেশি রেজিস্টার্ড ইউজার রয়েছে ফ্রী ফায়ার গেম এর। বলা যায় বর্তমানে যত প্রকারের ভিডিও গেম রয়েছে তার মধ্যে অন্যতম শীর্ষস্থানে অবস্থান করছে এটি। আর তাই ফ্রী ফায়ার প্রেমীরা ফর হামেশাই গুগল ইউটিউব এবং ফেসবুকে এটা জানার আগ্রহ প্রকাশ করছেন–

দুর্দান্ত অভিনব এই গেমটি কে আবিষ্কার করেছে, ফ্রী ফায়ার গেম কে বানিয়েছে বা ফ্রী ফায়ার অনলাইন গেমটি কে তৈরি করেছে ইত্যাদি ইত্যাদি। আর সকলের মনে এমন প্রশ্ন আসার একটাই কারণ, বর্তমানে এটি হচ্ছে অন্যতম একটা জনপ্রিয় খেলা যেটা পৃথিবীর প্রায় প্রত্যেকটি দেশেই চালু রয়েছে এবং জনপ্রিয়তা পেয়েছে।

তাই এ সম্পর্কে রিসার্চ করার পর জানা গেছে, ফ্রী ফায়ার গেমটি সিঙ্গাপুরে তৈরি এবং এটা তৈরি করেছেন দুই দুইটি কোম্পানি। ফ্রী ফায়ার গেম এর ডেভেলপমেন্ট এর কাজ শুরু হয়েছিল 2017 সালের মার্চ বরাবর। আর এই গেমটি তৈরি করার কাজ দেওয়া হয়েছিল Garena নামক দুটি ছোট ছোট কোম্পানির হাতে। যে কোম্পানি দুটির নাম হচ্ছে:-

  • 111dots studio [Vietnam] & 
  • Omens studios [Netherlands]

তাই বলা যায়, এই দুটি কোম্পানির ধারায় তৈরি হয়েছে আজকের জনপ্রিয় খেলা ফ্রি ফায়ার। ফ্রী ফায়ারের বিটা ভার্সন প্রথমত ডিলেট করে দেওয়া হলে ২০১৭ সালে ফ্রী ফায়ার গেমটিকে বিশ্বের দরবারে লঞ্চ করে দেয় Garena. আর পরবর্তী থেকেই ফ্রী ফায়ার আগের জনপ্রিয় ব্যাটেল অয়েল গেম পাবজি মোবাইল ভার্সন এর জন্য প্রদান করা হয় এবং এর মাধ্যমে ফ্রি ফায়ার গেমটি জনপ্রিয়তার টঙ্গে অবস্থান করে। 

বর্তমানে ফ্রী ফায়ারের অনেক নতুন নতুন আপডেট এসেছে। যে কারণে এই খেলাটির রয়েছে অনেক বেশি ভালো প্লে স্টোর রেটিং পাশাপাশি এর ডাউনলোড সংখ্যা ওয়ান বিলিয়ন ছাড়িয়েছে, যা বিশ্বের দরবারে একটি অসম্ভব সম্ভাবনামায় এক অনলাইন ভিডিও গেম এর রেকর্ড। যে গেমটি ইতিমধ্যে অল্প বয়সি দের থেকে শুরু করে মধ্যবয়সী এবং বৃদ্ধ বয়সি মানুষের কাছে পরিচিত ও জনপ্রিয়।

পাবজি গেম কোন দেশের তৈরি

ফ্রী ফায়ারের মতো আরেকটি জনপ্রিয় গেম পাবজি। যে খেলাটি ২০১৭ সালে প্রথম লঞ্চ হয়েছিল এবং গেমিং জগতের রেকর্ড ভেঙে সবার শীর্ষে জায়গা করে নিয়েছিল। বলা যায় যদি স্মার্ট ফোন বা মোবাইল এর কথা ধরা হয় তাহলে এখনো pubg গেমটি অনলাইন মাল্টিপ্লেয়ার শুটিং গেমের তালিকায় সবার প্রথম রাঙ্কিং এ থাকবে।

আর এই গেমটি আবিষ্কার করেছিল Ireland এর বাসিন্দা Brendan Greene যার আবার অনলাইন পরিচয় “PlayerUnknown”. তবে আপনি যদি সরাসরি pubg গেম এর মালিক বা প্রডিউসারের নাম জানতে চান তাহলে এর উত্তরটি হবে“Changhan Kim“, যিনি  PUBG corporation এর chief executive officer (CEO).

আর আপনার প্রশ্ন যদি এটি হয় যে কোন দেশ বা কোন দেশে প্রথম pubg খেলা শুরু হয়েছিল তাহলে তার সঠিক উত্তর হবে সাউথ কোরিয়া। জানা যায় ২০১৭ সালে মার্চ মাসে পাবজি গেমটি সর্বপ্রথম মাইক্রোসফট উইন্ডোজ এর জন্য রিলিজ করা হয় যার মাধ্যমিক ছিল স্ট্রিমস আর্লি এক্সেস বেটা প্রোগ্রাম। যা পরবর্তীতে ডিসেম্বর মাসে ফুলফিল ভাবে রিলিজ হয়। পরবর্তীতে গেমটি আবারও Microsoft Studios দ্বারা Xbox One এর জন্য Xbox Game Preview program এর মাধ্যমে ওই একি মাসে পুনরায় রিলিজ করা হয় এবং এর পরে অফিসিয়ালি September মাসের 2018 সালে রিলিজ করা হয় আজকের pubg। 

অর্থাৎ বর্তমান অনলাইন জগতের দুইটি জনপ্রিয় খেলা pubg এবং ফ্রী ফায়ার তৈরি করে সাউথ কোরিয়া এবং সিঙ্গাপুর। যে দুটি খেলা সকলে খেলতে পছন্দ করে এবং পুরো বিশ্বের কাছে পরিচিতি পেয়েছে এবং গেমিং জগতে রয়েছে অন্যতম শীর্ষ পয়েন্টে।

 

ফ্রী ফায়ার গেম সম্পর্কিত প্রশ্ন ও তার উত্তর

ফ্রী ফায়ার এর অর্থ কি?

ফ্রী ফায়ার অর্থ হল মুক্ত আগুন। কেননা এখানে ফ্রি শব্দের অর্থ মুক্ত অন্যদিকে ফায়ার শব্দের অর্থ আগুন তাহলে ফ্রী ফায়ার এর বাংলা অর্থ দাঁড়ায় মুক্ত আগুন। তবে এর ব্যবহারিক অর্থ গুলি করা। তাই বলতে পারেন ফ্রী ফায়ারের অর্থ হচ্ছে গুলি করা। 

ফ্রী ফায়ার এর নতুন নাম কি | ফ্রী ফায়ার গেম এর নাম

ফ্রী ফায়ার এর নতুন কোন নির্দিষ্ট নাম নেই। এটা মূলত ফ্রী ফায়ার গেমাররা তাদের পছন্দসই দিয়ে থাকে। ফ্রী ফায়ার গেমটি খেলার সময় খেলোয়াড় তার মনের মাধুরী দিয়ে স্টাইলিশ ফ্রন্ট ও ইমোজি ব্যবহার করার মাধ্যমে যে নামটি প্রদান করে সেটার মূলত ফ্রী ফায়ার স্টাইলিশ নাম বা ফ্রী ফায়ার এর নতুন নাম। উদাহরণস্বরূপ ধরুন:- ফ্রী ফায়ার কিং।

ফ্রী ফায়ার চালু করে কোন দেশ?

ফ্রী ফায়ার চালু করে সিঙ্গাপুর দেশ টি। 

বিশ্বের কয়টি দেশে ফ্রী ফায়ার খেলা হয়?

বিশ্বের প্রায় প্রত্যেকটি দেশেই ফ্রি ফায়ার গেমটি খেলা হয়। কেননা এটা ওয়াল্ড ওয়াইডে পরিচিত একটি অনলাইন ভিডিও গেম।

ফ্রী ফায়ার এর মালিক কে | ফ্রী ফায়ার এর জনক কে?

ফ্রী ফায়ার এর মালিক হলেন ফরেস্ট লি। যিনি একজন লিলি গ্যারানার প্রতিষ্ঠাতা। ফ্রী ফায়ার এর জনক ফরেস্ট লি যিনি ফ্রি ফায়ার গেম প্রতিষ্ঠাতা কোম্পানিটি তৈরি করেছেন।

ফ্রী ফায়ার গেমের জনক কত সালে জন্মগ্রহণ করেন?

১৯৭৭ সালে চীনে ফ্রী ফায়ার গেম এর মালিক ফরেস্ট লি জন্মগ্রহণ করেন। 

ফরেস্টলি গ্যারেনা কোম্পানির কে?

ফ্রী ফায়ার গেম এর মালিক ফরেস্ট লি গ হলেন গেরেনা কোম্পানির চেয়ারম্যান ও সিইও। 

ফ্রী ফায়ার গেম তৈরি করার কাজ কাদেরকে দেওয়া হয়েছিল?

ফ্রী ফায়ার গেমটি তৈরির কাজ দেওয়া হয়েছিল গারেনা কোম্পানি ১১১ ডটস স্টুডিও ভিয়েতনাম এবং ওমেন্স স্টুডিও নেদারল্যান্ডস।

কত সালে ফ্রী ফায়ার গেমটি চালু হয়?

ফ্রী ফায়ার গেমটি ২০১৭ সালের ৩০ শে সেপ্টেম্বর চালু হয়। 

ফ্রী ফায়ার কি ধরনের খেলা?

ফ্রী ফায়ার হল একটি অনলাইন ভিডিও গেম। যে খেলাটি ক্রিয়া-কলাপ এবং দুঃসাহসী কাজ উভয়কে একত্রিত করে খেলতে হয়। তাই এর উপর ভিত্তি করে বলা যায় ফ্রী ফায়ার একটি আক্রমণাত্মক এবং আত্মরক্ষাকারী প্রতিদ্বন্দ্বীমূলক খেলা। 

 

পরিশেষে: তো সুপ্রিয় পাঠক বন্ধুরা ফ্রি ফায়ার কোন দেশের গেম এবং এই খেলাটি সম্পর্কে আরো যে সকল প্রশ্ন আপনারা সাধারণত করে থাকেন তার সবকিছু আমরা আমাদের আর্টিকেলে তুলে ধরার চেষ্টা করেছি। তবুও যদি আরো কোন প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন সেই সাথে গেম রিলেটেড এমন বিভিন্ন ধরনের আর্টিকেল পেতে আমাদেরকে ফলো করতে পারেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।