ফ্রি ফায়ার গেম এর ইতিহাস (অজানা সব তথ্য জেনে নিন)

ফ্রি ফায়ার গেম এর ইতিহাস

ফ্রী ফায়ার হলো বর্তমান সময়ের ছোট বড় সকল প্রকার মানুষের সবচেয়ে জনপ্রিয় গেম, যে গেমটি বানিয়েছে ১১১ডট স্টুডিও। গেমটি প্রথম গারেনার দ্বারা বাজারে প্রকাশিত হয়। মূলত এর বেটা ভার্শন ২০ নভেম্বর ২০১৭ সালে অ্যান্ড্রয়েডের জন্য এবং ৪ ডিসেম্বর ২০১৭ আইওএস এর জন্য প্রথম প্রকাশিত হয়েছিল। তাই যারা গেরিনা ফ্রী ফায়ার অর্থাৎ ফ্রী ফায়ার প্লেয়ার অথবা ফ্রী ফায়ার প্রেমি, তারা মূলত হরহামেশাই জানার আগ্রহ প্রকাশ করে– ফ্রী ফায়ার গেম এর সঠিক ইতিহাস কি সে সম্পর্কে। 

তাই আজকে আমরা জানবো, জনপ্রিয় ফ্রী ফায়ার গেম এর ইতিহাস। আপনি যদি আমাদের এই আর্টিকেলটি পড়তে থাকেন তাহলে ফ্রী ফায়ার গেমের অজানা তথ্য ও গোপন রহস্য সম্পর্কে অবগত হতে পারবেন। তাই যারা ফ্রি ফায়ার গেম সম্পর্কে এ টু জেড জানতে চান তাদেরকে বলব– আমাদের আজকের প্রবন্ধটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন। 

ফ্রী ফায়ার গেম এর ইতিহাস

গেরিনা ফ্রী ফায়ার গেম হচ্ছে একটি ব্যাটেল রয়েল যুদ্ধ গেম, যা বর্তমানে পুরো বিশ্বব্যাপী জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করছে। বলা যা– বর্তমানে বাংলাদেশ ও এশিয়া মহাদেশের মধ্যে সবথেকে জনপ্রিয় মোবাইল ভিডিও গেম ফ্রি ফায়ার, যেটাকে ফ্রি ফায়ার ব্যাটল গ্রাউন্ডস বা ফ্রী ফায়ার নামেও সংবেদন করা হয়। 

আজ থেকে ঠিক চার বছর আগে অর্থাৎ ২০১৯ সালে সর্বপ্রথম ফ্রী ফায়ার গেমটি মোস্ট ডাউনলোডেড গেম ইন দা ওয়ার্ল্ড হিসেবে গুগল প্লে স্টোরে পরিচিতি পায়। পরবর্তীতে ২০২০ সালে অর্থাৎ এক বছর পরে এই গেমটির ইউজারের সংখ্যা ১০০ মিলিয়ন ছাড়িয়ে যায়, যে কারণে বেশ বড় খেতাব অর্জন করে ফ্রী ফায়ার অনলাইন ভিডিও এই গেমটি। যার সংক্ষিপ্ত ইতিহাস আমরা আপনাদের সামনে ধারাবাহিক পর্যায়ে তুলে ধরবো। 

তাহলে আসুন জেনে নেই ফ্রী ফায়ার কিভাবে তৈরি হয়েছে, ফ্রী ফায়ার গেমের সূচনা কোথায় কিভাবে হয়েছিল এবং ফ্রী ফায়ার গেমটি কে আবিষ্কার করেছিলেন এই ফ্রী ফায়ার গেমটি কে ডেভলপ করেছিলেন এবং কোন দেশটি এর সৃষ্টির পেছনে অবদান রেখেছে এই সম্পর্কে সমস্ত বৃত্তান্ত।

ফ্রী ফায়ার গেম এর সংক্ষিপ্ত ইতিহাস ও জানা-অজানা নানা তথ্য

ফ্রি ফায়ার গেম এর ইতিহাস Free Fire Game History

ফ্রী ফায়ার গেমটি সর্বপ্রথম মোবাইল গেম হিসেবে অনলাইন প্লাটফর্মে প্রকাশিত হয়। যা ভিয়েত নামের গেম ডেভেলপিং স্টুডিও ১১১ ডটস ডেভলপ করে। কিন্তু এর পরবর্তীতে আবার ফ্রী ফায়ার গেমটি সিঙ্গাপুরে অবস্থিত গেরিনা সংস্থা পুনরায় রিলিজ করে এবং এই গেমটি তৈরীর জন্য যত প্রকার খরচ তার সকল দায়ভার বহন করে ওই কোম্পানি। 

যে কারণে বর্তমানে গেমটির সকল দায়িত্ব ও কার্যক্রম প্রক্রিয়া সম্পাদন করছে গেরিনা। আর ঠিক এ কারণেই গেমটির নাম নতুন করে রাখা হয়েছে গ্যারিনা ফ্রী ফায়ার, যাকে পূর্বে শুধুমাত্র ফ্রী ফায়ার বলে সম্বোধন করা হতো।

বর্তমানে এই খেলাটি চার বছর পেরিয়ে পাঁচ বছরে পা দিয়েছে। আর এরই মধ্যে বাংলাদেশসহ এশিয়া মহাদেশের প্রত্যেকটি দেশে ছোট বড় সকলেরই সবচেয়ে জনপ্রিয় অনলাইন ভিডিও গেম হিসেবে জায়গা করে নিতে পেরেছে এটি। আর এর অন্যতম কারণ এটা অনেক বেশি অ্যাডভান্স লেভেলের গেম, পাশাপাশি ইউজাররা এই গেমটি খেলতে অনেক বেশি স্বাচ্ছন্দ বোধ করে এবং নতুন নতুন ভার্সন আসার কারণে এই খেলার প্রতি অধিক বেশি আগ্রহ বৃদ্ধি পায়। 

জানা যায়, ফ্রী ফায়ার গেমটি দুজন ব্যক্তি তৈরি করেছেন। মানে গেরিনা ফ্রি ফায়ার গেমের মালিক হলেন দুই দুইজন। যাদের নাম- Gang Ye এবং Forrest Li. যারা বর্তমানে প্রত্যেকেই মিলিয়নিয়ার। তবে হ্যাঁ খুব সম্প্রতি একটা রিপোর্ট থেকে জানা গিয়েছে– ফরেস্ট লি. একজন বিলিয়নিয়ার হিসেবে ইতোমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন। 

আর এটা হবেই  না বা কেন! যেহেতু বর্তমানের সবচেয়ে জনপ্রিয় গেম হিসেবে ফ্রি ফায়ার অবস্থান করছে। সত্যি বলতে অনলাইন প্লাটফর্মে এমন অনেক গেম রয়েছে। কিন্তু ফ্রি ফায়ার এমন ভাবে পরিচিতি পেয়েছে যেটা আবিষ্কারের চার বছর পরে এসেও ইউজারদের আগ্রহের সবার শীর্ষে অবস্থান করছে। অনেক সময় দেখা যায়, কিছু গেম নতুন নতুন প্রকাশ পেলে অডিয়েন্সরা সেটা লুফে নেয় এবং পরবর্তীতে সেটাতে খুব একটা আগ্রহ দেখায় না। 

আপনি যদি অনলাইন গেম খেলে থাকেন তাহলে নিশ্চয়ই বিভিন্ন প্রকার অনলাইন গেম সম্পর্কে জানবেন। আর সেই সকল গেম এর সাথে যদি তুলনা করেন তাহলে আপনার স্বাভাবিকভাবেই ফ্রী ফায়ার এবং pubg এ দুইটি গেম নজরে আসবে, যে গেম দুইটি এখনো পর্যন্ত জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করছে প্রকাশ হবার সাড়ে তিন চার বছর পরেও। 

গেরিনা ফ্রী ফায়ার এর রিপোর্টের মাধ্যমে বলা যায়, এটি হচ্ছে সেই গেম যে গেমটি এখন পর্যন্ত অনলাইন থেকে বিশ্বজুড়ে বিশ্বব্যাপী এক বিলিয়ন ডলার আয় করেছে। যার বর্তমান ইউজার সংখ্যা মাথা নষ্ট করার মত। আর ঠিক এ কারণেই গেরিনা কোম্পানি বর্তমানে ফ্রী ফায়ারের উন্নত সংস্করণে কাজ করছে অবিরত। জানা গেছে, পরবর্তীতে ফ্রী ফায়ার “ফ্রি ফায়ার ম্যাক্স” নামে পরিচিতি পাবে, যেটা সম্পর্কে বর্তমানে প্রায় ফ্রী ফায়ার প্লেয়াররই কমবেশি অবগত। 

 

ফ্রী ফায়ার এর পরিচিতি জানতে এক নজরে পড়ে ফেলুন নিচের টেবিলটি

ফ্রী ফায়ার 

গেম পরিচিতি

নির্মাতাঃ  ১১১ ডটস স্টুডিও
প্রকাশকঃ  গেরিনা
ইঞ্জিনঃ  ইউনিটি
মাধ্যমঃ  অ্যান্ড্রয়েড, আইওএস
ধরনঃ  ব্যাটল রয়্যাল
কার্যপদ্ধতিঃ  মাল্টিপ্লেয়ার
মুক্তিঃ  ৩০ সেপ্টেম্বর ২০১৭ (বেটা)

 

গেরিনা ফ্রী ফায়ার

আর্টিকেলের এ পর্যায়ে আমরা বেতল রয়াল গেম অর্থাৎ গেরিনা ফ্রি ফায়ার সম্পর্কে সাধারণ বিষয় সমূহ সম্পর্কে আলোচনা করব। যেমন: ফ্রী ফায়ার কোন ধরনের খেলা, ফ্রী ফায়ার খেলার প্রক্রিয়া এবং এর মানচিত্র ও সার্ভার সমূহ কি কি, ফ্রী ফায়ার গেমের চরিত্র সমূহের নাম, ফ্রী ফায়ার গেম প্রতিষ্ঠাতার নাম ও তাদের পরিচয়, ফ্রী ফায়ার গেম প্রতিষ্ঠিত কোম্পানি গেরিনার সম্পর্কে বিস্তারিত এবং ফ্রী ফায়ার গেম সম্পর্কে কিছু অজানা তথ্য। 

ফ্রী ফায়ার কি ধরনের গেম?

ফ্রী ফায়ার অনলাইন ভিত্তিক একটি ভিডিও গেম। যেটাকে অ্যাকশন অ্যাডভেঞ্চার ব্যাটল রয়াল গেম বলা হয়। এটি এমন এক ধরনের গেম যে গেমটি খেলার জন্য অবশ্যই ইন্টারনেট সংযোগ এর প্রয়োজন পড়ে সে সাথে লাগে একটি স্মার্টফোন। যেটা বিশ্বের যেকোন প্রান্তে বসে আপনি খেলতে পারবেন কেননা ফ্রী ফায়ার গেমটির কার্যপদ্ধতি হলো মাল্টিপ্লেয়ার। 

ফ্রী ফায়ার খেলাতে সাধারণত কি হয়?

ফ্রী ফায়ার খেলা মূলত তৃতীয় ব্যক্তির দৃষ্টিকোণে খেলা হয়ে থাকে। এই গেমটিতে অন্যান্য খেলোয়াড় কে হত্যা করার জন্য বিভিন্ন অস্ত্রর ব্যবহার করা যায়। বলতে পারেন এটা একটি যুদ্ধ ভিত্তিক খেলা। যেখানে যুদ্ধ করার মাধ্যমে আপনি নিজেকে জয়ী হিসেবে আত্মপ্রকাশ করতে পারবেন। এই খেলায় সাধারণত বিভিন্ন অস্ত্র বা প্রয়োজনীয় সরঞ্জাম এর সাহায্য নেওয়া যায়, যেগুলোর মাধ্যমে আপনি আপনার শত্রুকে বিনাশ করতে পারবেন। এক কথায় ফ্রী ফায়ার খেলাতে মূলত যুদ্ধ প্রক্রিয়াটি সম্পন্ন হয়, যার মূল উদ্দেশ্য থাকে নিজেকে যুদ্ধে জিতিয়ে এই খেলায় বিজয়ী হিসেবে প্রতিষ্ঠিত করা। 

ফ্রী ফায়ার খেলার প্রক্রিয়া সমূহ কি কি?

গেরিনা ফ্রী ফায়ার গেমটি ইতিমধ্যে বিভিন্ন মোডে প্রকাশ পেয়েছে। আর তাই এ পর্যায়ে আমরা ফ্রী ফায়ার খেলার প্রক্রিয়া বা মোট সমূহর নাম উল্লেখ করব। যথা:

  • ব্যাটল রয়াল
  • ক্লাশ স্কোয়াড
  • বোম্ব স্কোয়াড
  • এবং লোন উলফ

মূলত আপনি আপনার পছন্দসই যে কোন মোডে খেলতে পারেন ফ্রি ফায়ার গেমটি। 

ফ্রী ফায়ার এ কি ধরনের অপশন আছে?

ফ্রী ফায়ারের মূলত অসংখ্য অপশন রয়েছে। আর তাই আপনি ঐ সকল অপশন গুলোর মধ্যে থেকে আপনার মনের মত যে কোন অপশন বেছে নিয়ে এই অনলাইন ভিডিও গেমটি খেলতে পারবেন। যে অপশন গুলো গেম খেলার সময় আপনার সামনের সাজেস্ট করা হবে এবং আপনি খুব সহজে সেগুলো পেয়ে যাবেন। এবার আসুন ফ্রী ফায়ার সম্পর্কিত আরো কিছু প্রশ্ন ও তার উত্তর সম্পর্কে অবগত হওয়া যাক।

ফ্রী ফায়ার গেম এর মানচিত্রের নাম সমূহ কি কি?

ফ্রী ফায়ার এ বর্তমানে চারের অধিক মানচিত্র রয়েছে। সেগুলোর নাম হলো:-

  • বারমুডা
  • বারমুডা রি মাস্টার্ড
  • পারগেটরী
  • কালাহারি
  • নেক্সটেরা এবং
  • আলপাইন

ফ্রী ফায়ার গেম এ কি কি চরিত্র রয়েছে?

ফ্রী ফায়ার গেমে যে সকল চরিত্র রয়েছে সেগুলো মূলত যারা ইতোমধ্যে ফ্রী ফায়ার গেমটি খেলেছেন তারা জেনে থাকবেন। তবুও আপনাদের জন্য সুবিধার্থে এ পর্যায়ে আমরা ফ্রি ফায়ার গেমের অনেকগুলো চরিত্রের নাম উল্লেখ করব যাদের আলাদা আলাদা ক্ষমতা রয়েছে। যথাঃ

  • প্রিমিস
  • নুল্লা
  • এন্ড্রিও
  • উলফ্রা
  • কাপেল্লা
  • স্টেফিয়
  • জোটা
  • নটরা
  • হায়াতো
  • ক্যারোলিন
  • উকং
  • পালমা
  • কে
  • শিরু
  • ওথো
  • ডি-বি
  • হোমার
  • কেন্টা
  • নাইরি
  • লিওন
  • জাইনি
  • অলক
  • ম্যাক্সিম
  • এল্ভারো
  • ডি জে আলোক
  • এ ওয়ান টু ফোর
  • জোসেফ
  • ল্যরা
  • রাফায়েল
  • মকো
  • ক্লা
  • মিগুয়েল
  • এন্টনিয়ো
  • মিশা
  • নিকিতা
  • ক্যালি
  • অলিভিয়া
  • ফোর্ড
  • ক্লু
  • লুকেটা
  • ক্রোনো
  • স্কাইলার
  • মারো
  • ডিমিট্রি

ফ্রী ফায়ার খেলার সার্ভার সমূহ কি কি?

গেলি না ফ্রী ফায়ারের অসংখ্য সার্ভার রয়েছে। কেননা এটি পুরো বিশ্বব্যাপী পরিচিত একটি জ্ঞান তাই এর অসংখ্য সার্ভার থাকবে এটাই স্বাভাবিক। যেগুলোর নাম হলোঃ

  • বাংলাদেশ সার্ভার
  • সিংঙ্গাপুর সার্ভার
  • ব্রাজিল সার্ভার
  • রাশিয়া সার্ভার
  • ইউরোপ সার্ভার
  • মালায়শিয়া সার্ভার
  • ভিয়েতনাম সার্ভার
  • থাইল্যান্ড সার্ভার
  • দক্ষিন আফ্রিকা সার্ভার
  • তাইওয়ান সার্ভার
  • ভারত সার্ভার
  • পাকিস্তান সার্ভার
  • ইন্দোনেশিয়া সার্ভার
  • উত্তর আমেরিকান সার্ভার
  • দক্ষিন আমেরিকান সার্ভার
  • মধ্যপ্রাচ্য (মিনা) সার্ভার

ফ্রী ফায়ার কোন দেশের গেম?

ফ্রী ফায়ার সিঙ্গাপুরের গেম, কেননা সিঙ্গাপুরে অবস্থানরত কিছু ডেভলপার তাদের অক্লান্ত পরিশ্রমে এই অসাধারণ অনলাইন ভিডিও গেমটি তৈরি করেছে। যার স্বাদ উপভোগ করছে বর্তমান পুরো বিশ্ব। জাররেটিং সংখ্যা বর্তমানে ফেসবুকে গিয়ে দাঁড়িয়েছে ৪.৬। যেটার উপর ভিত্তি করে নিঃসন্দেহে বলা যায় এই গেমটি আকর্ষণীয় এবং অনেক বেশি অ্যাডভান্স লেভেলের, যা ছোট বড় সকলের জন্যই উপভোগ্য। 

ফ্রী ফায়ার গেমটি মোবাইলে নামানোর নিয়ম কি?

যারা ফ্রি ফায়ার আগে কখনো খেলেননি সম্প্রতি এই খেলাটির সম্পর্কে জেনেছেন তারা জানতে আগ্রহী– ফ্রী ফায়ার গেমটি কিভাবে মোবাইল ফোনে নামাতে হয় বা ফ্রী ফায়ার গেম খেলতে চাইলে কি কি করতে হয় ইত্যাদি ইত্যাদি। 

মূলত আপনি যদি ফ্রী ফায়ার গেমটি খেলতে চান তাহলে প্রথমত আপনাকে প্লেস্টোর থেকে এই গেমটি ডাউনলোড করতে হবে আর যদি আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপে গেমটির নামাতে চান তাহলে আপনাকে ব্লু স্টেক এর মাধ্যমে নামাতে হবে। পরবর্তীতে আপনাকে নিজস্ব একটা একাউন্ট ক্রিয়েট করতে হবে, যেটা ক্রিয়েট করার জন্য আপনাকে আপনার মেইল এবং প্রয়োজনীয় কিছু ইনফরমেশন উল্লেখ করতে হবে উল্লেখ করার পরবর্তীতে সাবমিট করলে উক্ত অ্যাপস বা মোবাইল অ্যাপ্লিকেশনটি গেম খেলার জন্য উপযুক্ত হবে আপনার জন্য। 

মূলত এ পর্যন্ত কাজ সমাপ্ত করতে পারলেই আপনি ফ্রি ফায়ার গেমটি খেলার বিভিন্ন অপশন দেখতে পাবেন বা এ খেলাটি কিভাবে খেলতে হবে সেটা বুঝতে সক্ষম হবেন। তবে মনে রাখবেন বর্তমানে কিছু হ্যাকার রয়েছে যারা অবৈধ পন্থা অবলম্বন করে ফ্রী ফায়ার গেম কে হ্যাক করে ফেলে। তাই আপনার যদি কোন পূর্বের legit একাউন্ট থেকে থাকে তাহলে কখনো কখনো সেগুলো ব্যান হয়ে যেতে পারে। তাই ফ্রী ফায়ার গেমটি খেলার পূর্বে এটি কিভাবে খেলতে হয় ফ্রি ফায়ার খেলার নিয়ম কি এ সম্পর্কে সমস্ত বিতর্ক জানুন। মন চাইলে আমাদের ওয়েবসাইটে এ রিলেটেড পোস্টটিও করে ফেলতে পারেন। 

তো সুপ্রিয় পাঠক বন্ধুরা, ফ্রী ফায়ার গেম এর সংক্ষিপ্ত ইতিহাস এবং ফ্রী ফায়ার সম্পর্কিত নানা প্রশ্ন ও তার উত্তর সম্পর্কে জানার পরেও যদি আপনার মনে আরো কোন নতুন প্রশ্ন থেকে থাকে আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেন। পাশাপাশি গেম রিলেটেড এমন আর্টিকেল পেতে আমাদেরকে ফলো করুন। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।