Free Fire এর জন্য কোন VPN ভালো?

Free Fire এর জন্য কোন VPN ভালো

গেমের জন্য কোন ভিপিএন ভালো? গেমিং ভিপিএন কোনগুলো আসল ভিপিএন? free fire গেম খেলার জন্য কোন vpn ভালো কাজ করে, ২০২৩ সালে এসে pubg, ফ্রী ফায়ার গেম খেলার vpn গুলোর মধ্যে কোনটি কোনটি অধিক বেশি ফাস্ট কাজ করে! এ সম্পর্কে জানার আগ্রহ থেকে থাকে প্রায় সকল গেমারদের।

আর তাই আজকে আমরা আলোচনা করব– Free fire এর জন্য কোন vpn ভালো সে সম্পর্কে বিস্তারিত। আপনারা যারা জনপ্রিয় বেস্ট ভিপিএন কানেকশন পেতে ইচ্ছুক তারা অবশ্যই  আজকের আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন। কেননা আমরা বাংলাদেশের গেমারদের চাহিদার কথা চিন্তা করেই এই আর্টিকেলটি সাজিয়েছি। 

free fire গেম খেলার জন্য কোন vpn ভালো?

ভিপিএন বলতে কী বোঝায়, ভিপিএন কাকে বলে?- এ সম্পর্কে প্রায় সবাই কম বেশি জেনে থাকবেন। কেননা পাবজি ও ফ্রী ফায়ারের  মত খেলা খেলার জন্য ভিপিএন কানেক্ট করার প্রয়োজন পড়ে আর এটা এখনকার সময়ে এসে বলা যায়–  কারোরই কাছে অজানা নয়। 

মূলত ফ্রী ফায়ার খেলার জন্য অসংখ্য ভিপিএন রয়েছে। যেগুলো ব্যবহার করে মোটামুটি ভাবে ফ্রি ফায়ার গেমটি খেলা সম্ভব হয়। কিন্তু ভালো পারফর্মেন্স  এর জন্য অবশ্যই ফাস্ট ভিপিএন কানেকশন এর প্রয়োজন পড়ে। তাই গেমারদের আগ্রহের কেন্দ্রবিন্দু থাকে সেই সকল ভিপিএন এপ্স গুলোর প্রতি। যারা স্মুথলি গেম খেলতে পছন্দ করেন এবং গেমকে সিরিয়াসলি নিয়ে ফেলেন তারা মূলত সবচেয়ে ভালো ভিপিএন ইউজ করে পাবজি বা ফ্রী ফায়ার এর মত বেস্ট গেমগুলো খেলেন। 

আজ আমরা কয়েকটি ধাপে ধাপে উল্লেখযোগ্য ও ব্যবহারযোগ্য বেশ কিছু ভিপিএন এর নাম সাজেস্ট করব, যেগুলো ফ্রী ফায়ার খেলার জন্য টপ ভিপিএন হিসেবে অবস্থান করছে। তাহলে আসুন জেনে নেওয়া যাক গেম খেলার জন্য কোন vpn সবচেয়ে ভালো। 

গেম খেলার জন্য কোন vpn ভালো

কম বেশি সব ধরনের ভিপিএন দিয়ে ফ্রী ফায়ার গেম খেলা যায়। তবে সবচেয়ে ভালো খেলার জন্য যে ভিপিএন গুলো টপ লিস্টে রয়েছে সেগুলো হচ্ছে–

  1. 1.1.1.1: Faster & Safer Internet 
  2. Sec Booster
  3. VPNIFY – Unlimited VPN Proxy
  4. Hotspot Shield Free VPN
  5. Secure VPN-Safer Internet
  6. Secure & Fast VPN
  7. Super VPN
  8. Speed VPN
  9. X-VPN
  10. Turbo Free VPN
  11. ProtonVPN – Safe, secure, and speedy
  12. Private Internet Access – Offers the largest server network
  13. IPVanish – Connect unlimited device simultaneously
  14. Express VPN – The best gaming VPN on the merket
  15. Nord VPN – Privacy-first gaming VPN
  16. Surfshark – Seriously good value gaming VPN
  17. CyberGhost – Super speeds make for a reliable gaming VPN

এখন কথা হচ্ছে এই সকল ভিপিএন গুলোর মধ্যে থেকে আপনি নিজের জন্য কোনটি বাছাই করবেন? এ সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিতে হলে অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ আর্টিকেল পড়ুন। কেননা এ পর্যায়ে আমরা আপনাদেরকে ধারাবাহিকভাবে জানাবো এই ভিপিএন গুলো ঠিক কেমন পারফরম্যান্স করে এবং কতটা গতি সরবরাহ করতে সক্ষম। তাহলে আসুন ধারাবাহিকভাবে এই প্রত্যেকটি vpn এর স্পিড ও পারফরম্যান্স সম্পর্কে জেনে নেওয়া যাক। 

Fast & Safer Internet. 

যারা ব্লগিং করেন তারা নিশ্চয়ই ক্লাউড ফেয়ার নামটির  সাথে পরিচিত হয়ে থাকবেন। কেননা এটি হচ্ছে অনলাইন সিকিউরিটি প্রদান করা একটা জনপ্রিয় প্রতিষ্ঠান। এরা সর্বদা  অনলাইনে নিরাপদ থাকতে সহায়তা করে। 

বর্তমান সময়ে ফ্রি ফায়ারের জন্য সবচেয়ে ভালো ভিপিএন হচ্ছে ক্লাউড ফেয়ার কোম্পানির তৈরিকৃত ফার্স্ট এন্ড সেফার ইন্টারনেট 1.1.1. অ্যাপসটি। যার টোটাল ডাউনলোড ১০০ মিলিয়ন প্লাস এবং অ্যাপ এর সাইজ ৭.৪ এমবি। টোটাল রিভিউ ৭২৩ k+ এবং এভারেজ রেটিং ৪.১। এত এত রিভিউ ডাউনলোড সংখ্যা প্লাস অ্যাভারেজ রেটিং জানার পর নিশ্চয়ই বুঝতে পারছেন এটি কতটা ব্যবহারযোগ্য এবং কতটা কার্যকরী vpn apps!

Sec Booster

ফ্রী ফায়ার গেম খেলার জন্য আরেকটি জনপ্রিয় ভিপিএন হচ্ছে সেক বুস্টার। এটি মূলত অনেকের কাছেই অপরিচিত একটা অ্যাপস আবার অনেকেই এটা সম্পর্কে নিশ্চয়ই ইতোমধ্যে জেনেও গেছেন। আমরা মূলত ফ্রী ফায়ার গেম এর জন্য কোন ভিপিএন ভালো এই তালিকার লিস্টের দুই  নম্বরে রেখেছি sec booster vpn apps কে, যেটি ফ্রী ফায়ার খেলার জন্যই শুধুমাত্র আলাদা ভাবে তৈরি করা হয়েছে।

এই অ্যাপসটি ইতোমধ্যে ডাউনলোড হয়েছে ওয়ান মিলিয়ন প্লাস, এর অ্যাভারেজ রেটিং ৪.০ এবং টোটাল রিভিউ ১১k+ অন্যদিকে অ্যাপের সাইজ ৫.২ এমবি। যারা ভিপিএন কানেক্ট করে ফ্রী ফায়ার গেম খেলেন তাদের মূলত পছন্দের vpn হচ্ছে এটি। তাই আপনি চাইলে সরাসরি https://play.google.com/store/apps/details?id=com.secbooster.app এই লিংকে ক্লিক করে ব্যবহার করার মাধ্যমে নিজেই নিজের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমাদের সাথে। 

VPNIFY – Unlimited VPN Proxy

free fire গেম খেলার জন্য কোন vpn ভালো? এই প্রশ্ন আর করতে হবে না যদি আপনি ফ্রী ফায়ার খেলার সময় VPNIFY – Unlimited VPN Proxy একবার ব্যবহার করেন। কেননা এটি চমৎকার স্পিড দিয়ে থাকে আর তাইতো ফ্রি ফায়ার খেলোয়াড়দের কাছে খুবই জনপ্রিয় ফ্রি গেমিং ভিপিএন হিসেবে পরিচিতি পেয়েছে এটি, যার টোটাল ডাউনলোড সংখ্যা দশ মিলিয়ন+ টোটাল রিভিউ ১k+ অ্যাভারেজ রেটিং ৪.০ এবং অ্যাপ এর সাইজ ৭.৩ এমবি। আপনি চাইলে এখনই ট্রাই করে দেখতে পারেন। ডাউনলোড করতে ক্লিক করুন https://play.google.com/store/apps/details?id=com.vpn.free.hotspot.secure.vpnify এই লিংকে। 

Hotspot Shield Free VPN

বিনামূল্যে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে এই ভিপিএন অ্যাপসটি আপনি ব্যবহার করতে পারেন। ফ্রী ফায়ার গেম খেলার ক্ষেত্রে এটি খুবই ভালো পারফরম্যান্স দিয়ে থাকে। আর তাই ইতোমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে হটস্পট স্লাইড ফ্রি ভিপিএন মোবাইল অ্যাপসটি। যেটা তৈরি করেছেন প্যাংগো জিএমবিএইচ ডেভেলপার। 

এই ভিপিএন এর ডাউনলোড সংখ্যা ওয়ান মিলিয়ন প্লাস এবং এন্ড্রয়েড ভার্সন ৫.০ এর বেশি। সাইজ ৫৫ এমবি। তাই আপনি চাইলে এখনি সরাসরি ডাউনলোড করতে পারেন এক ক্লিকেই আমাদের দেওয়া https://play.google.com/store/apps/details?id=hotspotshield.android.vpn  এই লিংক থেকে। আশা করি ফ্রি ফায়ার গেম আপনাকে স্মুথলি এবং কোনরকম ঝামেলা মুক্ত ভাবে খেলতে খুবই ভালো পারফর্ম করবে এই vpn apps টি। 

Secure & Fast VPN

ডিজিটাল application studio developer এর দ্বারা তৈরিকিত একটি জনপ্রিয় গেম vpn apps হচ্ছে এটি। যা ইতোমধ্যে ফ্রী ফায়ার খেলার ক্ষেত্রে খুবই জনপ্রিয়তা অর্জন করেছে। তাইতো জনপ্রিয় ভিপিএন গুলোর মধ্যে সিকিওর এন্ড ফাস্ট ভিপিএন অন্যতম একটি হিসেবে প্রাধান্য পাচ্ছে। আর তাই এ ব্যাপারে সুনিশ্চিত হতে নিজেই ব্যবহার করুন এবং ফিডব্যাক হিসেবে আমাদের কমেন্ট সেকশনের জানিয়ে দিন Secure & Fast VPN সত্যিই কতটা কার্যকরী ফ্রী ফায়ার গেম খেলার ক্ষেত্রে। ডাউনলোড করতে এখনই ক্লিক করুন https://play.google.com/store/apps/details?id=com.raihan.freshVPN&fbclid=IwAR0orGCFPxfVYbFBf9A7B2I2XzyTAgx01ERKmfuSHpyWhSxnomjidVM5BVQ  এই লিংকে। 

Secure VPN-Safer Internet

বেস্ট ভি পি এন এর তালিকায় অবস্থান করছে secure vpn সাফার ইন্টারনেট। যেটা ইতো মধ্যে ডাউনলোড হয়েছে প্রায় ওয়ান মিলিয়ন প্লাস। বর্তমান ভার্সন ৪.০.৪ এবং এন্ড্রয়েড ভার্সন ৪.১ । ইতোমধ্যে ফ্রী ফায়ার গেম খেলোয়াড়দের মাঝে সারা জাগিয়েছে এই ভিপিএন অ্যাপসটি। তাই সত্যতা যাচাই করতে চাইলে এখনই ডাউনলোড করুন এবং নিজে ট্রাই করে দেখুন এটি ফ্রী ফায়ার গেম খেলার জন্য কতটা কার্যকরী এবং ফাস্ট। ক্লিক করুন https://play.google.com/store/apps/details?id=com.fast.free.unblock.secure.vpn&hl=en&gl=US  এই লিংকে। 

Super VPN

পুরো বিশ্বের কাছে সুপার ভিপিএন খুবই জনপ্রিয় একটি vpn apps। বর্তমানে গেমার দের কাছেও এটি জনপ্রিয় হিসেবে অবস্থান করছে। এর অ্যাভারেজ রেটিং ৪.৭ এবং এর ডাউনলোড সংখ্যা অত্যধিক। তাই আপনি যদি ঝামেলা মুক্ত ভাবে,  ভালো স্পিডে ফ্রি ফায়ার গেম খেলতে চান তাহলে সুপার vpn আপনার জন্য আদর্শ ভিপিএন কানেকশন এনে দিতে পারবে। ডাউনলোড করতে সরাসরি ক্লিক করুন https://play.google.com/store/apps/details?id=com.jrzheng.supervpnfree এই লিংকে. 

Speed VPN

অত্যন্ত নিরাপদ একটি ভিপিএন হচ্ছে স্পিড ভিপিএন। এর ইন্টারফেস অত্যন্ত সহজ হওয়ার কারণে খুব সহজেই একজন ইউজার তা ব্যবহার করতে পারেন। বর্তমানে ফ্রী ফায়ার গেমসহ বিভিন্ন গেম খেলার ক্ষেত্রে এটি ব্যবহার করা হচ্ছে এবং বেশ ভালো পারফরম্যান্স দিচ্ছে বলে রিভিউ এর মাধ্যমে জানা যাচ্ছে। এ ব্যাপারে যদি আপনি সুনিশ্চিত হতে চান তাহলে নিঃসন্দেহে এটি ডাউনলোড করতে পারেন এবং ট্রাই করতে পারেন ফ্রি ফায়ার গেম খেলার ক্ষেত্রে এ ভিপিএন আসলে কতটা কার্যকরী। 

X-VPN

ফ্রী ফায়ার গেম খেলার জন্য এটিও একটি জনপ্রিয় ভিপিএন এপ্স। X-VPN হল Private Browser VPN। এই ভিপিএনটি ও অনেক ভালো ও ফাস্ট কাজ করে, যেটা আপনারা এর ফিডব্যাক দেখলেই বুঝতে পারবেন। কেননা X-VPN এর বর্তমান রিভিউ প্রায় 416,790+ এবং এর বর্তমান ইন্সটল- 10,000,000+। X-VPN এর বর্তমান ভার্সন ১৭০। ডাউনলোড করতে ক্লিক করুন- https://play.google.com/store/apps/details?id=com.security.xvpn.z35kb&hl=en&gl=US 

Turbo Free VPN

ফ্রী ফায়ার গেম খেলার জন্য Turbo Free VPN ও খুবই জনপ্রিয় একটি মোবাইল অ্যাপ্লিকেশন। আর এই অ্যাপসটি আপনি চাইলে বাংলা ভাষাতেও ব্যবহার করতে পারবেন। বর্তমানে এই অ্যাপ এর ডাউনলোড সংখ্যা ওয়ান মিলিয়ন প্লাস এর রয়েছে প্রায় ৩৬ টি ফ্রি সার্ভার এবং ২০ প্রিমিয়াম সার্ভার। 

অতএব আপনি চাইলে ফ্রিতেও ব্যবহার করতে পারবেন এবং প্রিমিয়ামটাও ব্যবহার করতে পারবেন। এই ভিপিএন এর বর্তমান ভার্সন ৩.৭.৪ এবং সাইজ উনিশ মেগাবাইট। ডাউনলোড করতে চাইলে আপনি সরাসরি ক্লিক করতে পারেন https://play.google.com/store/apps/details?id=free.vpn.unblock.proxy.turbovpn এই লিংকে। 

ঠিক একইভাবে উল্লেখিত প্রায় প্রত্যেকটি vpn apps free fire গেম খেলার ক্ষেত্রে কার্যকরী এবং অধিক বেশি গ্রহণযোগ্য। তাই আপনি আপনার পছন্দসই যেকোনো একটিভ ব্যবহার করতে পারেন। তবে যদি আমাদের সাজেশন অনুযায়ী কোন vpn কানেক্ট করতে চান তাহলে আমরা সচরাচর সবার প্রথমে সাজেস্ট করব ফার্স্ট এন্ড সাফার ইন্টারনেট ভিপিএন মোবাইল অ্যাপ্লিকেশনটি। 

আর হ্যাঁ মনে রাখবেন, ফ্রী ফায়ার গেম এর জন্য কোন ভিপিএন ভালো কাজ করবে অথবা অন্যান্য গেমের জন্য কোন ভিপিএন ভালো এমনটা জানতে চাওয়া অস্বাভাবিক কিছু নয়। ঠিক একইভাবে কোন সফটওয়্যারটি ভালো কাজ করবে এটাও সুনিশ্চিত ভাবে বলা সম্ভব নয়। 

কেননা প্রত্যেকটি ভিপিএন কোম্পানি ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করে। তবে আপনি ফ্রি vpn ব্যবহার করে যতটা সুবিধা ভোগ করতে পারবেন পেইড ভিপিএন তার থেকে অধিক বেশি সহযোগিতা করবে আপনাকে। আর হ্যাঁ যদি আপনি গেমের জন্য সবচেয়ে ভালো ভিপিএন সিলেক্ট বা বাছাই করতে চান তাহলে আমরা বলবো, আপনি বিভিন্ন প্রকার ভিপিএন ট্রাই করে দেখুন এবং পরবর্তীতে নিজেই সিলেক্ট করুন যে কোন ভিপিএন অধিক বেশি কার্যকরী। 

কেননা কিছু কিছু ভিপিএন অতিরিক্ত ব্যবহারের ফলে সার্ভিস দিতে গিয়ে সার্ভার ডাউন হয়ে যায়। আর সার্ভার ডাউন হয়ে গেলে আপনার কাজে ব্যাঘাত ঘটবে এটাই স্বাভাবিক। ঠিক ওই মুহূর্তে আপনি কম জনপ্রিয় বা কম পরিচিত ভিপিএনও ব্যবহার করে ভালো সার্ভিস পাবেন। তাই আমরা সাজেস্ট করবো আমাদের উল্লেখিত প্রত্যেকটি ভিপিএন ট্রাই করার । 

তো সুপ্রিয় পাঠক বন্ধুরা, free fire গেম খেলার জন্য কোন vpn ভালো? এ সম্পর্কিত আর্টিকেলের আজ এখানেই ইতি টানছি। আশা করি আমাদের এই আর্টিকেল আপনাদের কাঙ্খিত প্রশ্নের সমাধান পাইয়ে দেবে। তবুও যদি কোন প্রশ্ন বা মন্তব্য থেকে থাকে আমাদের কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ.