কোন গেম খেলে টাকা আয় করা যায়?
বর্তমান সময়ে যে গেম খেলেও টাকা ইনকাম করা যায়, এটা সবাই কম বেশি হলেও জেনে থাকবেন। কেননা এখন প্রায় প্রত্যেকের হাতে হাতে স্মার্ট বা অ্যান্ড্রয়েড ফোন রয়েছে। আর তাদের প্রত্যেকেই শখের বসে, আগ্রহ থেকে অথবা বন্ধু-বান্ধবের প্ররোচনায় কখনো না কখনো গেম খেলেছেন।
তাছাড়াও বর্তমানে গেম খেলার মাধ্যমে টাকা ইনকাম করা যাচ্ছে এটা সোশ্যাল মিডিয়ায় একেবারে ভাইরাল বিষয়। তাই বিভিন্ন বিজ্ঞাপন থেকে শুরু করে নানা প্রকারের ভিডিওর মাধ্যমে আমরা এ সম্পর্কে জানতে পারছি। আর তাইতো কখনো কখনো অডিয়েন্সরা জানার আগ্রহ থেকে গুগলে এসেও সার্চ করেন এবং জানতে চান– কোন কোন গেম খেলে টাকা ইনকাম করা যায় এবং বাংলাদেশী হয়ে থাকলে কোন গেম খেলে টাকা অধিক বেশি ইনকাম করা সম্ভব হয়!
আজকের এই আর্টিকেলে মূলত আমরা আপনাদেরকে জানাতে চলেছি এ সম্পর্কে এ টু জেড। কোন গেম খেলে টাকা আয় করা যায় এবং গেম খেলে টাকা ইনকাম করার উপায় সমূহ কি কি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী হলে আমাদের আজকের এই আর্টিকেল শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন। তো ফ্রেন্ডস তাহলে আসুন মূল আলোচনা পর্ব শুরু করি।
কোন গেম খেলে টাকা ইনকাম করা যায়?
বর্তমানে জনপ্রিয় এমন অসংখ্য গেম রয়েছে যে গেম গুলো খেলার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। কোন গেম খেলে টাকা ইনকাম করা যায়? এ প্রশ্নের উত্তরে মূলত আমরা আপনাদেরকে জনপ্রিয় কিছু গেমের নাম সাজেস্ট করব। তবে এ বিষয়ে আলোচনার পূর্বে একটা কথা না বললেই নয়। সম্প্রতি কিছু সময় পূর্বেও আমরা এটা জানতাম যে— অনলাইনে ফ্রিল্যান্সিং, ব্লগিং, ইউটিউবিং, বিভিন্ন মার্কেটিং এর মাধ্যমে ইনকাম করা সম্ভব।
কিন্তু শখের বসে খেলে টাকা ইনকাম করা সম্ভব এটা মূলত অনেকের কাছেই অবিশ্বাস্য। আর তাই গেম খেলে ইনকাম করার বিষয়টি ব্যাপক সাড়া জাগিয়েছে বর্তমান তরুণ সমাজের ওপর। কেননা খেলার প্রতি টিনেজার বয়সের ছেলেপেলেদের এমনিতেই অনেক বেশি আগ্রহ থেকে থাকে। আর সেটা যদি হয় ইনকামের মাধ্যমে তাহলে আগ্রহের পরিসীমা টা কোথায় গিয়ে ঠেকবে সেটা তো বুঝতে পারছেন!
আর তাই গেম খেলে টাকা ইনকামের বিষয়টি এখন অধিক বেশি ভাইরাল হয়েছে এবং গেম কোম্পানিগুলোর জনপ্রিয়তা অল্প সময়ের মধ্যে তুঙ্গে অবস্থান করছে। তো আপনিও যদি সেই সকল গেমার দের মধ্যে একজন হতে চান যারা শুধুমাত্র অনলাইনে গেম খেলে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে! তাহলে বলব নিজেকে তাদের মতো তৈরি করুন এবং জেনে নিন কোন গেম খেলে টাকা ইনকাম করা যায় এবং কোন গেম গুলো খেলে কোটিপতি হওয়া সম্ভব। পাশাপাশি গেম খেলে টাকা ইনকাম করার বিভিন্ন সোর্স বা উপায় সমূহ সম্পর্কে। আশা করি আমাদের আজকের এই প্রবন্ধ থেকে আপনি– গেম খেলে টাকা ইনকামের সম্পূর্ণ ধারণা আয়ত করতে পারবেন
কি গেম খেলে টাকা ইনকাম করা যায়?
বর্তমানে পাবজি ফ্রী ফায়ার সহ হাতেগোনা প্রায় অনেক কয়েকটি গেম রয়েছে, যেগুলো খেলার মাধ্যমে অনলাইন থেকে টাকা ইনকাম করা সম্ভব। আর তাই এ পর্যায়ে আমরা গেম খেলে অর্থ উপার্জন করার সেই সকল খেলার নাম সাজেস্ট করব। সুতরাং আপনি যে গেমগুলো খেলে টাকা ইনকাম করতে পারবেন সেগুলো হলো:-
- উইঞ্জো গেম (Winzo Game)
- পাবজি গেম (Pubg Game)
- আরিনা অফ ভেলোর গেম (Arena of Valor Game)
- ফ্রী ফায়ার গেম (Free Fire Game)
- মোবাইল লেজেনস গেম (Mobile Legens Game)
- এমপিএল গেম (MPL)
- ড্রিম ইলেভেন গেম (Dream 11 Game)
- জুপি গেম (Zupee Game)
- বিগকাশ গেম (Bigcash Game)
- মাই ১১ সার্কেল গেম (My11Circle Game)
- রজধান গেম (Rozdhan Game)
- হাওজাত গেম (Howzat Game)
- Paytm ফার্স্ট গেম (Paytm Fast Game)
- ফ্যানকগ্লাস গেম (Fanclash Game)
- ক্যাসিনো গেমস (Casino Game)
- পোকেমন গেম (Pokemon Game)
- বিটকয়েন গেম ( Bitcoin Game)
- হ্যাঁগো গেম (Hago Game)
- কিউরেকা (Qureka Play)
- বাল্ব স্মাস (Blub Smash Game)
- এসইও গেম (SEO Game) সহ প্রভৃতি।
তাই আপনি মূলত আপনার পছন্দসই এই গেমগুলোর মধ্যে যেকোনো একটি গেম খেলে ইনকামের রাস্তা বের করে নিতে পারবেন। এবার আসেন জেনে নেই কোন গেম খেলে বেশি টাকা ইনকাম করা যায়।
কোন গেম খেলে বেশি টাকা ইনকাম করা যায়?
ইতোমধ্যে আমরা যে কয়েকটি গেমের নাম সাজেস্ট করেছি মূলত এই প্রত্যেকটি গেম খেলার মাধ্যমে আপনি মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন মন্থলি। তবে এর মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় গেমগুলো হলো:
- বিটকয়েন ( Bitcoin Game)
- হ্যাঁগো (Hago Game)
- উইঞ্জো (Winzo Game)
- পাব্জি (Pubg Game)
- ফ্রি ফায়ার (Free Fire Game)
- এমপিএল (MPL Game)
তাই প্রথমত এই গেমগুলো খেলে টাকা ইনকাম শুরু করতে পারেন। আর হ্যাঁ, অনেকেই জানেন না– কিভাবে গেম খেলে টাকা আয় করতে হয়? মূলত এ বিষয়ে জানতে হলে আপনাকে আরো অনেক বেশি এনালাইসিস করতে হবে। তবে অতি সংক্ষেপে বলবো–
গেম খেলে টাকা ইনকাম করার জন্য মূলত অনেক অ্যান্ড্রয়েড অ্যাপস রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন। একজন গেমার মূলত রেফার করার মাধ্যমে মোটা অংকের টাকা ইনকাম করতে সক্ষম হয় এই সেক্টরে। আশা করা যায়, আপনিও একজন বড় মাপের গেমার হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে সক্ষম হবেন এবং ইনকাম করতে পারবেন আশানুরূপ টাকা। এখন কথা হচ্ছে বাংলাদেশের অবস্থান করে কি এই প্রত্যেককেটি গেম খেলা যায়? এ বিষয়ে সুস্পষ্ট ধারণা পেতে পরবর্তী পয়েন্টে মনোযোগ সহকারে পড়ুন।
বাংলাদেশে কোন গেম খেলে টাকা আয় করা যায়?
বর্তমান সময় অনেক বেশি অ্যাডভান্স লেভেলের। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের ফলে এখন অনেক কিছুই সহজ হয়ে গিয়েছে আর এটা সম্পর্কে আমরা সবাই জানি। গেম খেলার কথা যদি বলেন তাহলে অনলাইন গেম মূলত বাংলাদেশ কেন বিশ্বের যে কোন প্রান্তে বসেও খেলা সম্ভব। তাই যারা জানতে চান বাংলাদেশ থেকে কোন কোন গেম খেলা যায় অথবা বাংলাদেশ থেকে কোন গেম খেলে বেশি টাকা ইনকাম করা যায়? তাদের প্রশ্নের উত্তর হবে– বাংলাদেশ থেকে যে কোন গেম খেলা যায় এবং যেকোনো মানের গেম খেলা সম্ভব হয়।
তবে হ্যাঁ একটা কথা না বললেই নয়, অনেকেই গেম খেলে টাকা ইনকাম করাকে বেশ সহজ এবং সস্তা মনে করেন। তবে সত্যি বলতে গেম খেলে টাকা ইনকাম করা একেবারেই পানির মত সস্তা এমনটা নয়। টাকা ইনকাম করা বড্ড কঠিন এর জন্য পরিশ্রম করতে হয়। আর এটা আপনি মাঠে ঘাটে পরিশ্রম করুন অথবা ঘরে বসে।
গেম খেলে খেলার মাধ্যমে টাকা ইনকাম করা যাচ্ছে এটা অনেকের কাছেই হাস্যকর এবং সস্তা মনে হতে পারে তবে এটাই সত্যি। এটা মনে রাখবেন শুধু শুধু কেউ আপনাকে কখনোই লাখ লাখ কোটি কোটি টাকা দেবে না যদি না আপনি কাজের কাজ করেন। আর তাই বাংলাদেশের অবস্থান করেও যদি গেম খেলার মাধ্যমে টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকে এডভান্স লেভেলের খেলোয়াড় হয়ে উঠতে হবে। গেম খেলে যারা টাকা ইনকাম করেন তারা মূলত ব্রিলিয়ান্ট এবং অনেক বেশি কমপ্লিকেটিভ।
গেম খেলে টাকা ইনকাম করার উপায়
গেম খেলে টাকা ইনকাম করার জনপ্রিয় উপায় হচ্ছে মোবাইল অ্যাপ। কেননা অনলাইনে এমন কিছু অ্যাপস রয়েছে যেগুলোতে আপনি গেম খেলার মাধ্যমে প্রফিট হিসেবে টাকা পাবেন। বিকাশে যেমন একজন আরেকজনকে রেফার করার মাধ্যমে ইনকাম করতে পারেন বলা যায় ঠিক একই ভাবে গেম খেলার ক্ষেত্রেও একজন আরেকজনকে রেফার করার মাধ্যমে ইনকাম করে থাকে।
পাশাপাশি গেম খেলে টাকা ইনকাম করার অন্যতম উপায় অনলাইন গেমিং প্ল্যাটফর্মে গেম খেলা। এই প্ল্যাটফর্ম গুলোতে অ্যাপস এর পাশাপাশি রয়েছে বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইট। যেখানে অনলাইন গেম খেলার সুযোগ সুবিধা দেওয়া হয়, এমনকি বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। এমন কিছু প্ল্যাটফর্মের নাম মূলত আমরা এ পর্যায়ে সাজেস্ট করব। যেগুলো পুরো বিশ্বে অত্যন্ত জনপ্রিয়। যথা:
- Swagbucks
- InboxDollars
- Pogo Games
- PaidGamePlayer
- SecondLife
- PlayAndWin
- GSN Cash Games
- HQ Trivia
- Mistplay
- Skillz
গেম খেলে টাকা আয় বিকাশে ২০২৩
আপনি যখন বিভিন্ন অ্যাপসে বা ওয়েবসাইটে অনলাইন গেম খেলবেন তখন আপনাকে অবশ্যই পুরস্কার জেতার মাধ্যমে বিকাশে টাকা পাঠানো হবে। অনলাইনে মূলত খুব ছোট ছোট খেলা খেলেও বিকাশে অল্পস্বল্প টাকা ইনকাম করা যায়। গেম খেলে টাকা আয় বিকাশে ২০২৩ সালে এসে এটা খুব আশ্চর্যের কোন কাজ নয়।
মূলত অনলাইনে স্কিল গেম গুলো যেমন চিস, কেরাম, লুডু ইত্যাদি খেলা খেলে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মাধ্যমে অল্প সল্প টাকা ইনকাম করা যায়। পাশাপাশি অনলাইন ক্যাসিনো গেম, pubg ফ্রী ফায়ার সহ উপরে উল্লেখিত প্রত্যেকটি গেম খেলে মোটা অংকের অর্থ উপার্জন করা সম্ভব হয় যেগুলো পেমেন্ট বিকাশের মাধ্যমে করা হয়ে থাকে।
কোন গেম খেলে টাকা আয় করা যায় বিকাশে
যেহেতু আপনি অনলাইন গেম খেলার মাধ্যমে টাকা ইনকাম করার প্ল্যানিং করছেন আর এটা সম্পূর্ণভাবে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে, তাই যে গেমগুলো আপনি অনলাইনে খেলবেন তার প্রত্যেকটির পাওনা টাকা বিকাশের মাধ্যমে গ্রহণ করতে পারবেন। তাই যারা যারা জানার আগ্রহ প্রকাশ করেন যে– কোন গেম খেলে টাকা আয় করা যায় বিকাশে? তাদের উত্তর হবে— অনলাইন প্লাটফর্মে খেলা প্রায় প্রত্যেকটি গেম খেলেই বিকাশে টাকা উপার্জন করা যায়।
গেম খেলে টাকা ইনকাম করার অ্যাপস
গেম খেলে টাকা ইনকামের মূলত বেশ কয়েকটি জনপ্রিয় উপায় রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে গেমিং অ্যাপস এর সাহায্যে টাকা উপার্জন। মূলত সংক্ষিপ্ত আকারে আমরা এ পর্যায়ে গেম খেলে টাকা ইনকাম করার জনপ্রিয় কিছু অ্যাপস এর নাম সাজেস্ট করব। যে অ্যাপসগুলো আপনি খুব সহজে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন এবং আপনার পছন্দমত গেম খেলতে সক্ষম হবেন। যথা:
- MPL – India’s Biggest Gaming App
- Hago
- Qureka: Play Quizzes & Learn
- Money Bingo Clash
- Yatzy Dice: Win cash
- Dream 11
- WinZo app
- WHAFF Rewards
- Big Time Cash – EARN BY PLAYING GAME
এছাড়াও আরো রয়েছে
- সুপার প্লে মোবাইল অ্যাপ
- স্কোয়াট মোবাইল গেমিং অ্যাপস
- ক্যাশ আউট অ্যাপস
- বার্ন টু আর্ন গেমিং অ্যাপস
- এক্সপার্টিসিপেট
- টপ অফ ক্লাস
- প্লে টু ওয়ারি ন সহ প্রকৃতি গেমিং মোবাইল অ্যাপস।
এগুলো মূলত টিউনিং কিছু গেম যে গেম গুলো খেলে আপনি অর্থ উপার্জন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। তবে হ্যাঁ প্রফেশনালি যদি আপনি অনলাইন গেম খেলে মোটা অংকের টাকা কামাতে চান তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই এডভান্স লেভেলের খেলোয়াড় হতে হবে এবং বিভিন্ন অনলাইন গেমিং প্ল্যাটফর্ম এর সাথে খেলতে হবে।
গেম খেলে টাকা আয় বিকাশে 2023 apps
ইতোমধ্যে গেম খেলে টাকা আয় বিকাশে ২০২৩ apps হিসেবে বেশ কয়েকটি অ্যাপস জনপ্রিয় হয়ে উঠেছে। উপরের উল্লেখিত অ্যাপস গুলোর মাধ্যমে মূলত আপনি গেম খেলে টাকা আয় করতে পারবেন এবং বিকাশের সেই পেমেন্ট গ্রহণ করতে পারবেন। পাশাপাশি গেম খেলে টাকা ইনকামের জন্য ২০২৩ সালে আরো যে কয়েকটি অ্যাপস রয়েছে সেগুলো হলোঃ
মোবাইলে গেম খেলে টাকা আয়
আজকাল মোবাইল দিয়ে করা যায় না এমন কাজ বোধহয় না খুঁজে পাওয়া যাবে। একটা এন্ড্রয়েড বাই স্মার্টফোন ল্যাপটপ অথবা কম্পিউটারের সমান কাজ করে, এমনটা বললেও ভুল হবে না। কেননা মোবাইলে এখন সকল প্রকার সিস্টেম চালু হয়েছে সময়ের সাথে সাথে আরো নতুন নতুন সিস্টেম অ্যাড হচ্ছে সেটিং এ আসছে পরিবর্তন। যে কারণে মোবাইলেই মানুষ সকল প্রকার প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে থাকে।
মোবাইল গেম খেলে টাকা ইনকাম করা যায় এটা তো আমরা সবাই জানি। আর আলোচনার ইতোমধ্যে আমরা বিভিন্ন মোবাইল apps এর নাম সাজেস্ট করেছি যে অ্যাপসগুলো মোবাইলে ইন্সটল করার মাধ্যমে আমরা সেই অনলাইন গেমগুলো খেলতে পারব বিকাশের মাধ্যমে ইনকাম করতে পারব টাকা।
মূলত ইতিমধ্যে আমরা এমপিএল, pubg, ফ্রী ফায়ারসহ অন্যান্য যে সকল গেম খেলে টাকা ইনকাম করা যায় সেই প্রত্যেকটি গেম আমরা মোবাইল ফোনে খেলতে পারব এবং সেটার মাধ্যমে ইনকাম করা সম্ভব হবে। তবে এর জন্য অবশ্যই ভালো মানের স্মার্টফোন প্রয়োজন। কেননা, যে কোন খেলা যদি আপনি স্মুথলি খেলতে চান তাহলে যেমন vpn কানেক্ট এর প্রয়োজন পড়ে ভালো ভিপিএন এর প্রয়োজন পড়ে ঠিক একইভাবে প্রয়োজন হয় ভালো মানের অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন, যে ফোনগুলো হ্যাং করবে না এবং আপনাকে খেলায় অনেক বেশি সহযোগিতা করবে।
টাকা ইনকাম করা গেম পেমেন্ট বিকাশ বাংলাদেশ
বাংলাদেশ এ অনেক টাকা ইনকাম করার অ্যাপস রয়েছে আবার হাতেগোনা কয়েকটি জনপ্রিয় গেমিং অ্যাপস রয়েছে যেগুলোতে খেলার মাধ্যমে টাকা ইনকাম করা যায়। বিকাশ মূলত বাংলাদেশের একটি জনপ্রিয় অনলাইন পেমেন্ট গেটওয়ে। যেটা সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি বলা যায়। কেননা এর মাধ্যমে আমরা বাংলাদেশের নাগরিকরা বিভিন্ন ধরনের অর্থ লেনদেন করে থাকে।
টাকা উত্তোলন এবং টাকা পাঠানোর ক্ষেত্রে বিকাশ আমাদের খুবই পরিচিত একটি মোবাইল অ্যাপস। আর অনলাইন গেম খেলার মাধ্যমে মূলত আমরা এই অ্যাপসের মাধ্যমেই আমাদের পাওনা টাকা গ্রহণ করে থাকে। মূলত যে অনলাইন গেম খেলে অনলাইনের মাধ্যমে বিকাশে পেমেন্ট নেওয়া হয় সেগুলোই হচ্ছে বিকাশ পেমেন্ট অনলাইন গেম।
তবে হ্যাঁ গেম খেলে টাকা ইনকামের জন্য কিন্তু রয়েছে আরো নানা মাধ্যম। যে মাধ্যম বা কৌশল গুলো অবলম্বন করার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। তবে আমাদের বাংলাদেশে অ্যাপসের মাধ্যমে ইনকাম করার পাশাপাশি মূলত ইউটিউবিং এর মাধ্যমে গেম কে তুলে ধরা ও ফ্রী ফায়ার ডায়মন্ড সহ খেলার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম বিক্রি করার মাধ্যমে অধিক বেশি ইনকাম করা হয়ে থাকে।
তাই আপনি যদি চান তাহলে ফ্রি ফায়ার পাবজি (PUBG) অথবা ক্ল্যাশ অফ ক্ল্যান গেম এর মাধ্যমে ডায়মন্ড পাব বিজনেস করতে পারেন। যেটা আপনার জন্য অধিক বেশি লাভজনক হবে। তো সুপ্রিয় পাঠক বন্ধুরা, কোন গেম খেলে টাকা ইনকাম করা যায় এই সম্পর্কিত আলোচনার আজ এখানেই ইতি টানছি।
আশা করি আমাদের উল্লেখিত ইনফরমেশন গুলো আপনাদের বেশ কাজে আসবে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিয়মিত গেম রিলেটেড ইনফরমেটিভ পোস্ট এর নোটিফিকেশন পেতে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।