গেম খেলার জন্য কোন মোবাইল ভালো

গেম খেলার জন্য সেরা মোবাইল

গেম খেলার জন্য কোন মোবাইল ভালোঃ বর্তমানে অনলাইন ভিডিও গেম গুলো খুবই জনপ্রিয় পর্যায়ে গিয়ে পৌঁছেছে। আর তাই অনেকেই জানার আগ্রহ প্রকাশ করেন— গেম খেলার জন্য কোন মোবাইল ভালো? কম দামে কি কি ভালো গেমিং ফোন রয়েছে? আজকের এই আর্টিকেলে মূলত আমরা পাবজি ফ্রী ফায়ার  গেম গুলোর মত নানা ধরনের অনলাইন গেম খেলার জন্য সবচেয়ে ভালো মোবাইল ফোন গুলোর নাম সাজেস্ট করব আপনাদেরকে। 

তো সুপ্রিয় পাঠক বন্ধুরা— আপনি কি গেম খেলার জন্য কোন মোবাইল ভালো বা কম দামে ভালো গেমিং ফোন কোনটি এ সম্পর্কে জানতে চান? যদি তাই হয়ে থাকে তাহলে আমাদের আজকের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। কেননা আজ আমরা– নয় হাজার থেকে শুরু করে বিশ হাজার টাকার মধ্যে কিছু সেরা অফিশিয়াল ফোন সাজেস্ট করব যেগুলো গেমিং এর জন্য খুবই ভালো। 

গেম খেলার জন্য কোন মোবাইল ভালো

মার্কেটে তো এখন ফোনের অভাব নেই। আজকাল সর্বনিম্ন সাত হাজার টাকা থেকে শুরু করে বিশ হাজার টাকার মধ্যে এমন অনেক স্মার্ট ফোন পাওয়া যায় বাজারে। আর টাকার পরিমান যদি বেশি হয় তাহলে ভালো মানের মোবাইল ফোন কিনতে পাওয়া যাবে এটা তো স্বাভাবিক। 

মূলত গেম খেলার প্রতি অধিক বেশি আগ্রহী, তারা সচরাচর মোবাইল ফোন কেনার ক্ষেত্রে সেরা গেমিং ফোনটাই কিনতে চান। তাই গেমিং এর জন্য কোন ফোনটি বাছাই করবেন সে সম্পর্কে ধারণা অর্জন করা দরকার। আজকের মেডিকেলে আমরা যে ফোন গুলো সাজেস্ট করব সেগুলো মূলত স্মার্টফোন হিসেবে এবং গেমিং কনসোল হিসেবে আপনাকে হাই কোয়ালিটি এক্সপেরিয়েন্স অবশ্যই দেবে। সেগুলো হলো:

  • Asus ROG Phone 3
  • Samsung Galaxy S20+
  • POCO X3
  • One plus 8 pro
  • Realme X 50 pro
  • Xiaomi MI 10
  • Vivo Y51
  • Realme Narzo 20
  • Asus Rog Phone 2
  • Lenovo Legion Duel 2 Phone. 

মোবাইলে গেম খেলার জন্য বেস্ট গেমিং ফোন কোনগুলো?

গেম খেলার জন্য কোন মোবাইল ভালো

ইতিমধ্যে আমরা অনলাইন ভিডিও গেম খেলার জন্য কোন ফোন গুলো বেস্ট তার একটা তালিকা তুলে ধরেছি। আপনি মূলত এন্ড্রয়েড গেমিং স্মার্টফোনগুলোর মধ্যে থেকে যেকোনো একটি বেছে নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। 

তবে হ্যাঁ, গেম খেলার জন্য যদি আপনি বেস্ট মোবাইল ফোনটি সিলেক্ট করতে চান তাহলে ফোন কেনার সময় বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেমন:

  • র‌্যাম
  • প্রসেসর
  • ব্যাটারি
  • ডিসপ্লেসহ প্রভৃতি। 

এক কথায় আপনাকে হার্ডওয়ার কনফিগারেশনের ওপর নজর দিতে হবে। যাতে করে আপনি স্মুথলি যে কোন খেলা খেলতে পারেন। কেননা হাইগ্রাফিক্স গেমিং পারফরম্যান্সের জন্য ওই মোবাইলের হার্ডওয়ার গুলো আধুনিক এবং উন্নতমানের থাকতে হবে। আর তাহলেই আপনি যে কোন গেম পুরোপুরি ভাবে কোন রকম ঝামেলা ছাড়া উপভোগ করতে পারবেন। 

আর হ্যাঁ, অনেকেই এমনটা ভেবে থাকেন- পাবজি ফ্রী ফায়ার এর মত জনপ্রিয় গেমগুলো খেলার জন্য সব সময় উন্নতমানের মোবাইল ফোন প্রয়োজন। কিন্তু তাদের এই ধ্যান-ধারণা সম্পন্ন ভুল। কেননা আপনি যে কোন মোবাইলের সাহায্যে এই গেমগুলো খেলতে পারবেন, যদি সেটা অ্যান্ড্রয়েড স্মার্টফোন হয়ে থাকে। 

আর আরেকটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে– যারা মোবাইল সম্পর্কে খুব একটা ধারণা রাখেন না বা মোবাইল ব্যবহার করেন না তাদের বেশির ভাগই মনে করেন, মোবাইলের মধ্যে ভালো উন্নত এবং শক্তিশালী হার্ডওয়ার থাকা মানেই ওই মোবাইলের দাম অনেক অনেক বেশি। হ্যাঁ এটা সম্পূর্ণ ভুল নয়, তবে এটাও সত্যি আপনি যদি মোবাইল সম্পর্কে ভালো জানেন তাহলে সীমিত বাজেট রেখেও ভালো গেমিং ফোন খুঁজে পাবেন মার্কেটপ্লেসে। 

 

এবার আসুন পরবর্তী ধাপে জেনে নেই গেম খেলার জন্য উল্লেখিত এন্ড্রয়েড মোবাইল ফোনগুলোর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যেগুলো জানলে আপনি আপনার জন্য সবচেয়ে ভালো মোবাইল ফোনটি বাছাই করতে পারবেন এবং যেটা গেম খেলার জন্য আপনার কাছে বেস্ট ফোন হিসেবে গ্রহণযোগ্যতা পাবে। 

 

গেম খেলার জন্য কোন এন্ড্রয়েড মোবাইল ফোন বেশি ভালো?

গেম খেলার জন্য কোন এন্ড্রয়েড ফোনটি অধিক বেশি ভালো সেটা বাছাই করতে নিচের ফোন গুলো সম্পর্কে বিস্তারিত পড়ুন। তো পাঠক বন্ধুরা, তাহলে আসুন জেনে নেওয়া যাক এন্ডোয়েড গেমিং স্মার্টফোনগুলো সম্পর্কে এ টু জেড। 

 

1. Asus ROG Phone 3

যদি আপনি অনলাইন ভিডিও গেমকে সিরিয়াসলি নিয়ে থাকেন এবং গেম সম্পর্কে আলাদা কিছু চিন্তা-ভাবনা করেন তাহলে আমরা সাজেস্ট করব Asus ROG Phone 3 অ্যান্ড্রয়েড স্মার্টফোন টি। কেননা মার্কেটপ্লেসে সেরা গেমিং ফোন হিসেবে আসুস এর ROG Phone 3 স্মার্টফোনটি জনপ্রিয় হয়ে উঠেছে। 

কেননা এই মোবাইলে 6.6-inch 144Hz AMOLED ডিসপ্লের সাথে আপনি পাবেন সব থেকে অধিক refresh rate, যেটা অন্য মোবাইলে পাওয়াটা খুব একটা সম্ভব না। তাছাড়াও মোবাইলটিতে আরো পাবেন

  • Octa Core, 3.1 GHz,
  • Snapdragon 865 Plus CPU

যা মোবাইলের গেমিং এর ক্ষেত্রে সেরা প্রসেসর হিসেবে কাজ করে। মূলত সবদিক বিবেচনা করে Asus ROG Phone 3 স্মার্টফোনটি ভিডিও গেম খেলার জন্য সবথেকে বেস্ট হিসেবে অবস্থান করছে। 

এই ফোনটি মূলত আপনি যেকোনো মার্কেটপ্লেস এ পেয়ে যাবেন। যেটা কিনতে আপনাকে মোটামুটি খরচ করতে হতে পারে ৩০ হাজার থেকে শুরু করে ৫৪ হাজার বা তার অধিক। 

 

2. Samsung Galaxy S20+

বেস্ট গেমিং ফোন হিসেবে samsung galaxy s20 প্লাস বর্তমান বাজারে বেশ জনপ্রিয়। বলা যায় গেমিং এর ক্ষেত্রে এই মোবাইলের জুরি মেলা ভার। দেখতে যেমন আকর্ষণীয় ঠিক একইভাবে সবদিক থেকে বেশ পারফেক্ট স্যামসাং কোম্পানির এই ফোনটি। পারফরমেন্স এর ক্ষেত্রেও দারুণ কাজ করে Samsung Galaxy S20+, যে কারণে বেস্ট গেমিং ফোনের তালিকায় দ্বিতীয় নম্বরে অবস্থান করছে এটি। 

যে মোবাইল কিনলে আপনি পাবেন ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৮ জিবি RAM. এছাড়াও এর ডিসপ্লে সাইজ ৬.৭ ইঞ্চি। যেটা মোবাইল গেমিং এর ক্ষেত্রে সেরা স্ক্রিন সাইজ বলা চলে। তাছাড়াও ফোনটির OS থাকছে Android 10, One UI 2.5. Exynos 990 (7 nm+) – Global chipset CPU থাকছে Octa-core primary 2.73 GHz clock speed. Quad HD+ resolution type. Mali-G77 MP11 – Globa (integrated high-end graphics card). 

যেটার বর্তমান বাজার মূল্য একেবারেই হাতের নাগালে। কেননা শুরুতে এই ফোনের দাম মার্কেটে মোটামুটি ৭০ হাজার প্লাস থাকলেও বর্তমানে ৫৩% ছাড়ে এটা বিক্রি করা হচ্ছে। হিসাব অনুযায়ী যার মূল্যদার আছে ৩৫ হাজারের কাছাকাছি। তাহলে বুঝতেই পারছেন আপনি শুধুমাত্র ৩৫ হাজার টাকার মধ্যে মার্কেট থেকে কিনতে পারছেন সবচেয়ে বেস্ট গেমে মোবাইল ফোন টি, যেটা আপনাকে অনলাইন ভিডিও গেম গুলো স্মুথলি উপভোগের জন্য সাহায্য করবে। 

 

3. POCO X3

কম দামের মধ্যে ভালো গেমিং মোবাইল ফোন যারা কিনতে চান তাদের জন্য সবচেয়ে সেরা ফোনটি হতে পারে এটি। যেটা কিনার ক্ষেত্রে আপনার মোটামুটি ৩০ হাজার টাকা বাজেট রাখতে হবে। কম বাজেটের দারুন সুন্দর smartphone এটি। যার গ্লাস ফ্রন্ট, প্লাস্টিক ফ্রেম, প্লাস্টিক ব্যাক সবকিছুই মাথা নষ্ট করার মত সেই সাথে পারফরমেন্সের দিক থেকেও জুড়ি মেলা ভার। মূলত গেমিং এর ক্ষেত্রে হোক অথবা মাল্টিটাস্কিং, উভয়ের ক্ষেত্রেই POCO X3 স্মার্টফোনটি সেরা। 

 

4. One plus 8 pro

মোটামুটি হাই বাজেটের মোবাইল ফোন এটি, তবে গেমিং স্মার্টফোনগুলোর মধ্যে সেনাদের তালিকায় অবস্থান করছে ওয়ান প্লাস এইট প্রো। এটি বর্তমানে এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে বলতে পারেন গেমিং মোবাইলের কথা বলতেই এই মোবাইল ফোনটির নাম অবশ্যই উঠে আসবে। 

কেননা, যত বড় মোবাইলের স্ক্রিন সাইজ ঠিক ততটাই গেমিং এর জন্য পারফেক্ট। র‌্যাম, স্টোরেজ, ব্যাটারি, প্রসেসর ইত্যাদি সবকিছুই পারফেক্ট One plus 8 pro স্মার্টফোনটি তে। যেটা কিনতে মোটামুটি আপনাকে খরচ করতে হবে ৫৫ হাজার প্লাস টাকা। তাই যারা বেস্ট গেমিং মোবাইল ফোনটি কিনতে চান তারা এটিও কেনার সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। কেন না গেম খেলার ক্ষেত্রে দারুন পারফরম্যান্স দেখিয়ে থাকে এই স্মার্টফোনটি। 

 

5. Realme X 50 pro

এবার আসা যাক Realme X 50 pro স্মার্ট ফোনকে নিয়ে। যেটা সেরা গেমিং মোবাইল ফোনের তালিকায় ৫ নম্বরে অবস্থান করছে। সত্যি বলতে এক কথায় এই ফোনটি সবদিক থেকে পারফেক্ট যেটাতে আপনি গেম খেলে অনেক বেশি মজা পাবেন। ফোনটিতে থাকছে 5G নেটওয়ার্ক কানেক্টিভিটি এবং 8 gb ram. 

পাশাপাশি গেমিং এর ক্ষেত্রে মোবাইলটিতে বিশেষ কিছু হার্ডওয়্যার রয়েছে। যেমন: 

  1. 7nm octa-core, Qualcomm Snapdragon 865 Processor, clock speeds of up to 2.84 GHz
  2. 1080 x 2400 Pixels display resolution
  3. Primary Clock Speed 2.8 GHz
  4. Primary Camera 64MP + 12MP + 8MP + 2MP
  5. 32MP + 8MP Dual Front Camera
  6. OS = realme UI Based on Android 10
  7. Full HD+ Super AMOLED 6.44 inch display
  8. Adreno 650 GPU

যে ফোনটি কিনতে চাইলে আপনাকে মোটামুটি ৩৮০০০ প্লাস টাকা বাজেট রাখতে হবে। তাই যারা অনলাইন ভিডিও গেমকে সম্পূর্ণভাবে উপভোগ করতে চান এবং বেস্ট মোবাইল গেমিং ফোনটি কিনতে চান তারা realme x50 pro কিনে ফেলতে পারেন এখনই। 

 

6. Xiaomi MI 10

যদি কম বাজেটের মধ্যে সবচেয়ে ভালো গেমিং স্মার্টফোন কিনতে চান তাহলে আপনার জন্য সবচেয়ে বেস্ট হতে পারে Xiaomi MI 10 মোবাইল ফোনটি। কেননা এটা আপনি শুধুমাত্র ১৬ থেকে ২০ হাজারের মধ্যেই পেয়ে যেতে পারেন। তাছাড়াও বেস্ট গেমিং মোবাইল হিসেবে যেসকল প্রসেসিং গুলো থাকা প্রয়োজন তার সবটাই রয়েছে এই স্মার্টফোনে। 

 

7. Vivo Y51

ভালো গেমিং মোবাইল ফোন কেনার জন্য যদি আপনার কুড়ি হাজার টাকা বাজেট থাকে তাহলে আপনার জন্য সবচেয়ে পারফেক্ট মোবাইল ফোনটি হবে Vivo Y51. কেননা ভিভোর তরফ থেকে নতুন লঞ্চ হওয়া এই স্মার্টফোনটি একটি প্রিমিয়াম এন্ড্রয়েড ডিভাইস। যার ব্যাটারি কোয়ালিটি বেশ ভালো পাশাপাশি ডিসপ্লের সাইজ এবং অন্যান্য প্রসেসিং গুলো সব দিক থেকে পারফেক্ট। তাই দীর্ঘ সময় আপনি গেম খেলতে পারবেন এই ফোনটিতে। 

এছাড়াও গেমিং এবং মাল্টি-টাস্কিং করতে যাতে কোন সমস্যা না হয় এজন্য ফোনটিতে রাখা হয়েছেocta-core Qualcomm Snapdragon 665 processor. আর তাই সবদিক বিবেচনা করে বাজারের সেরা গেমিং ফোনের তালিকায় অবস্থান করছে vivo ব্র্যান্ডের এই স্মার্টফোনটি। 

 

8. Realme Narzo 20

সস্তা বাজেটে ফোন কিনতে চাইলে গেমিং ফোন হিসেবে এটা সবার প্রথমে রাখতে রাজি হবেন আপনি। কেননা স্বল্পদামে সবচেয়ে ভালো গেমিং স্মার্টফোন এটি। যেটা দেখতে অনেক আকর্ষণীয় এবং সুন্দর সেই সাথে কার্যক্ষমতা ও পারফরম্যান্স ততটাই ভালো। মোবাইলটিতে রয়েছে ৪ জিবি RAM এবং ১২৮ জিবি রোম। পাশাপাশি আরও রয়েছে গেমিং এর জন্য নানা প্রসেসিং সিস্টেম। তাই আপনি চাইলে নিঃসন্দেহে শুধুমাত্র গেম খেলার জন্য এই ফোনটি কিনতে পারেন। 

 

9. Asus Rog Phone 2

আপনার উদ্দেশ্য যদি থেকে থাকে শুধুমাত্র গেমিং তাহলে কেবলমাত্র গেমিং এবং পারফরম্যান্সের জন্য আমরা সাজেস্ট করব Asus Rog Phone 2 স্মার্টফোনটি। কেননা বেস্ট গেমিং ফোন হিসেবে সম্প্রতি এটা এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে। তবে হ্যাঁ শুধুমাত্র গেম খেলার জন্যই এই মোবাইল ফোনটি যে পারফেক্ট এমনটা নয়। 

আপনি মূলত সকল প্রকার সুযোগ-সুবিধা পেয়ে থাকবেন এই ফোনটিতে। যার বাজার মূল্য প্রায় পঞ্চাশ হাজার টাকা। 

 

10. Lenovo Legion Duel 2 Phone. 

গেমিং ফোন এর দুনিয়ায় নতুন একটা মাত্রা যুক্ত করেছে Lenovo Legion Duel 2 Phone. কেননা এই ফোনটিতে মোবাইল গেমিং পিসি তৈরির চিন্তাভাবনাকে কাজে লাগানো হয়েছে, যা সাড়া ফেলেছে মোবাইল জগতে। একটু ভিন্ন ধরনের হওয়ার কারণে এবং গেমিং এর জন্য সব দিক থেকে পারফেক্ট হওয়ার তাগিদে সেরা বেস্ট মোবাইল গেমিং স্মার্টফোনের তালিকায় অবস্থান করছে এই ফোনটিও। 

যার কুলিং সিস্টেম অনেক ভালো। যে কারণে দীর্ঘক্ষণ সময় গেম খেলার পরেও ফোনটি গরম হয় না পাশাপাশি খেলার জন্য যে সকল প্রসেসিং এর ব্যবস্থাপনা থাকা দরকার তার সবকিছুই রয়েছে এটিতে। তাই আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী এই ফোনটিও নির্বাচন করতে পারেন গেমিং এর ক্ষেত্রে। এবারও শুন জেনে নেই বাংলাদেশের সেরা গেমিং ফোন এর নাম সমূহ, যেগুলো বর্তমান মার্কেটপ্লেসে সারা জাগিয়েছে। 

বাংলাদেশের সেরা গেমিং ফোন এর নাম কি?

সত্যি বলতে বাংলাদেশের সেরা গেমিং ফোন হিসেবেও উপরে উল্লেখিত স্মার্টফোনগুলোই অবস্থান করছে। তবুও এর বাইরে ও আরো যে সকল ফোন গেমিং এর জন্য বেশ ভালো পারফরম্যান্স দিয়ে যাচ্ছে সেগুলো হলো:-

  • Xiaomi Black Shark 4 Pro
  • Asus ROG Phone 5 Ultimate
  • OnePlus 9R
  • Nubia Red Magic 6 Pro
  • Samsung Galaxy S21 Ultra
  • Realme GT
  • Oppo Find X3 Pro
  • Vivo iQOO 7 Legend
  • POCO F3 GT
  • Redmi K40 Gaming Edition. 

এবার আসুন পরবর্তী ধাপে জেনে নেই ১৫০০০ থেকে শুরু করে ২০,০০০ টাকার মধ্যে সবচেয়ে ভালো গেমিং ফোন কোনগুলো সে সম্পর্কে। 

 

১৫০০০ টাকার মধ্যে ভাল গেমিং ফোন কোন গুলো?

১৫০০০ টাকার মধ্যে ভালো গেমিং ফোন গুলো কোনগুলো? যদি আপনার প্রশ্ন এটি হয়ে থাকে তাহলে বলব নিচের তালিকাটি লক্ষ্য করুন এবং উল্লেখিত মোবাইল ফোন গুলোর মধ্যে থেকে যেকোনো একটি ফোন গেমিং এর জন্য নির্বাচন করুন। কেননা পনেরো হাজার টাকার মধ্যে ভালো গেমিং ফোন হিসেবে মার্কেটপ্লেস এ জায়গা দখল করে রয়েছে এই স্মার্টফোনগুলো। যথা:-

  • Infinix Note 12 Turbo
  • Redmi Note 11
  • Tecno Pova 3
  • Realme 9 5G Sports
  • Poco M4 5G
  • Tecno Pova Neo 128 GB
  • Oppo K10 5G
  • Nokia G21
  • Realme 9i

২০০০০ টাকার মধ্যে ভালো গেমিং ফোন ২০২৩

ভালো গেমিং ফোন কেনার জন্য যদি আপনার বাজেট থেকে থাকে বিশ হাজার টাকা তাহলে ২০২৩ সালে দাঁড়িয়ে আপনি 20 হাজার টাকার মধ্যে সবচেয়ে ভালো গেমিং ফোন হিসেবে কিনে ফেলতে পারেন নিচে উল্লেখিত এই স্মার্টফোনগুলো। যথা:-

  • Realme Nazro 50
  • Xiaomi Redmi Note 11
  • Infinix Note 12
  • Walton Primo S8
  • Realme 9i
  • Xiaomi Redmi 10
  • Tecno Camon 17p
  • Motorola Moto G31
  • Vivo Y22
  • Oppo A57

কম দামে ভালো গেমিং ফোন | গেমিং ফোনের দাম কত?

কম দামে ভালো গেমিং ফোন হিসেবে আমরা মূলত ইতিমধ্যে বেশ কিছু ফোনের নাম সাজেস্ট করেছে। তবে এর বাইরেও আরো কিছু মোবাইল ফোন রয়েছে যেগুলো ইউজাররা ইতোমধ্যে ব্যবহার করার পরবর্তীতে ফিডব্যাক হিসেবে বেশ প্রশংসা করেছে। তাই আপনি যদি কম দামে মোটামুটি ১৫ থেকে শুরু করে ২০ হাজারের মধ্যে ভালো গেমিং ফোন কিনতে চান তাহলে আরো যে সকল ফোন দেখতে পারেন সেগুলো হলো:-

  • Tecno Spark 10 Pro
  • Techno Spark 8 Pro
  • Infinix Hot 30
  • Symphony Innova 10
  • Infinix Hot 11S
  • Infinix Hot 20 etc. 

পাবজি গেমিং ফোন কোনটি বেস্ট

পাবজি গেম খেলার জন্য Asus ROG Phone 3, Samsung Galaxy S20+, POCO X3, One plus 8 pro, Realme X 50 pro, Xiaomi MI 10, Vivo Y51, Realme Narzo 20, Asus Rog Phone 2, Lenovo Legion Duel 2 Phone প্রত্যেকটিই বেষ্ট। তাই আপনি নিঃসন্দেহে এই ফোন গুলোর থেকে যে কোন একটি গেমিং ফোন হিসেবে বাছাই করতে পারেন। 

Free fire খেলার জন্য কোন মোবাইল ভালো?

ফ্রী ফায়ার খেলার জন্য ইউজারদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে-

১। রেডমি নোট 7 প্রো

২। মটোরোলা ওয়ান ম্যাক্রো

৩। Realme C3

৪। Realme 5i

৫। OPPO F19

 

এই অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলো। তবে যদি আপনার বাজার থেকে থাকে 10000 টাকা তাহলে ফ্রি ফায়ার গেম খেলার জন্য সবচেয়ে পারফেক্ট মোবাইল ফোন হবে vivo y93, যার পারফরমেন্স এবং মোবাইল ডিসপ্লে ও ব্যাটারি সহ সকল প্রকার প্রসেসিং সিস্টেম একেবারেই দুর্দান্ত। 

তো সুপ্রিয় পাঠক বন্ধুরা, আশা করি আপনি আমাদের এই আর্টিকেলটি পড়ার পর নিশ্চয়ই সবচেয়ে ভালো গেমিং মোবাইল ফোনটি বাছাই করতে সক্ষম হবেন। গেম খেলার জন্য কোন মোবাইল ভালো এই প্রশ্নের উত্তরটি নিশ্চয়ই আপনি আমাদের এই আর্টিকেল থেকে পেয়ে গেছেন। 

তো আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। পরবর্তীতে আবারও নতুন কোন আলোচনায় আপনাদের সাথে দেখা হবে কথা হবে। সবাইকে আল্লাহ হাফেজ।